নয়াদিল্লি: অসম বনাম মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে এবার আসরে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার অসমের সাংসদের সঙ্গে বৈঠক করবেন মোদি। এ দিকে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী টেলিফোনে তাৎপর্যপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন। পরস্পরের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার প্রতি সম্মতি জানিয়েছেন। এ রকম পরিস্থিতিতে আজ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- অমিতের ডেপুটি নিশীথের পড়াশোনা কত দূর, স্পষ্ট তথ্য নেই স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে
Our main focus is on keeping the spirit of North-East alive. What happened along the Assam-Mizoram border is unacceptable to the people of both states. Honble CM @ZoramthangaCM had promised to call me post his quarantine. Border disputes can only be resolved through discussion
— Himanta Biswa Sarma (Modi Ka Parivar) (@himantabiswa) August 1, 2021
অসম-মিজোরাম সীমান্ত নিয়ে গত কয়েক দিন ধরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বেশ কয়েকটি মৃত্যুও হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা হয়েছে৷ পরিস্থিতি বেগতিক বুঝে কেন্দ্র আলাপ-আলোচনার মাধ্যমে দুই রাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে৷ এ রকম পরিস্থিতিতে সীমান্ত সমস্যা সমাধানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে অসম সরকার৷কী কী বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তা রবিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন৷
1/2
To take this goodwill gesture ahead, I have directed @assampolice to withdraw FIR against K. Vanlalvena , Honble MP, Rajya Sabha from Mizoram. However cases against other accused police officers will be pursued.— Himanta Biswa Sarma (Modi Ka Parivar) (@himantabiswa) August 1, 2021
আরও পড়ুন- পাথর ছুড়লে জুটবে না সরকারি চাকরি, নজিরবিহীন নির্দেশিকা জারি কাশ্মীরে
তবে, এই সংঘর্ষকে কেন্দ্র করে দায়ের হওয়া এফআইআর-এই প্রসঙ্গে উত্থাপন করে মুখমন্ত্রী বলেন, সীমান্ত সমস্যা সমাধানে আমরা প্রতিবেশী রাজ্যের সঙ্গে সহযোগিতা করতে চাই৷ আমি আমার অফিসারদের তদন্ত করতে অনুমতি দেব না৷ এ বিষয়ে মিজোরামের জোরামথাঙ্গা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে৷ মিজোরামের মুখ্যমন্ত্রীও বলেছেন, অর্থপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে অসম-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে রাজি আছেন৷ সূত্রের খবর, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যে দুই রাজ্যের মধ্যে আলোচনা শুরু হয়েছে৷ কেন্দ্র দুই রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে যে, মিজোরামের কোলাসিব ও অসসের কাচার জেলার সংঘর্ষস্থল পরিদর্শনের সময় অফিসার এবং পুলিশ কোনও অস্ত্র বহন করতে পারবে না৷
আরও পড়ুন- গরিবদের জন্য কাজ করে বিজেপি সরকার: অমিত
দুই রাজ্যের সীমানায় সংঘর্ষে, অসমের পাঁচজন পুলিশকর্মী সহ ৬ জনের মৃত্যু হয়। প্রায় ৫০ জন আহত হন। গত মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী আহতদের দেখতে শিলচর যান। সেখানে তিনি বলেন, স্যাটেলাইট ছবিতেই পরিষ্কার দেখা যাচ্ছে, রাস্তা নির্মাণ করা হয়েছে এবং ঝুম চাষের জন্যও জঙ্গল কাটা হয়েছে। এটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। সংরক্ষিত বনাঞ্চল দখল করা নিয়ে দুই রাজ্যের মধ্যে সীমান্ত বিবাদ চলছে বলেও অসম দাবি করেছে।