এখন নখ কথা বলে! তাই বড়দিনে ক্রিসমাসের রঙয়ের ছোঁয়া নেল পালিশে লাগবে তা আর নতুন কী? তাই ম্যানিকিউরড নখ শুধু লাল, সবুজ কিংবা সাদা রঙে রাঙালেই চলবে না। নখ সাজাতে হবে ক্রিসমাস থিমড নেল আর্ট দিয়ে। তবেই তো হবে বাজিমাত, ফেসবুক স্টোরি থেকে ইনস্টাগ্রাম রিল বইবে লাইকের বন্যা। ক্যান্ডি কেন থেকে গ্লিটার, অর্নামেন্ট থেকে স্নোফ্লেকস, ক্রিসমাসে নেল আর্ট ও রকমারি নকশার অভাব নেই। তবে আপনার কাজ সহজ করতে এই সবের মধ্যে থেকে বাছাই করা ক্রিসমাস ট্রেন্ডিং নেল আর্ট রইল আপনার জন্য।
রেড স্পার্কেল নেলস (Red sparkle nails)
View this post on Instagram
ক্রিসমাসের রঙে রাঙিয়ে নিতে চান নখ। তা হলে এই রেড স্পার্কেল নেলস আপনার নখের জন্য পার্ফেক্ট। স্পার্কেল, লাল, সবুজ, সাদা, গ্লিটার, গোল্ডেন ডটস দিয়ে এভাবে সাজিয়ে নিন নখ।
প্লেড ক্রিসমাস নেলস (Plaid Christmas nails)
View this post on Instagram
শীতকালের একেবারে ক্লাসিক প্যাটার্ন এই প্লেড। তবে এই প্লেড স্টাইল নেল আর্টে বেশ ট্রেন্ডিং। একবার এই নেল আর্টে করে নিলে শুধু ক্রিসমাস কেন নিউ ইয়ারের জন্য নতুন করে নখের সাজ করতে হবে না। তবে এই প্লেড আপনি কীভাবে নখে নামাচ্ছে এটা গুরুত্বপূর্ণ। তাই শুধু প্লেডে আটরে না থেকে প্লেডের সঙ্গে মানানসই অন্য রঙেয়ের বেছে নিয়ে নখে লাগেতে পারেন ।
ক্রিসমাস ট্রি নেলস (Christmas Tree nails)
View this post on Instagram
না, প্লেডে আপনার মন ভরবে না ক্রিসমাসের দিন চাই ক্রিসমাসের মোটিফের নেল আর্ট? তা হলে আর অপেক্ষা কেন নখ বানিয়ে ফেলুন ক্রিসমাস ট্রি। তবে মনে রাখবেন এই কাজ অনেকেই করবেন তাই সবার থেকে আলাদা থাকতে এই ভাবে অন্যন্য করে তুলুন নখের সাজ। রঙয়ের উগ্রতা নেই আবার ভীষণ আকর্ষণীয়। সাদার সঙ্গে হালকা কোনও রঙ বাছুন আর এই প্যাটার্নে এঁকে নিন ক্রিসমাস ট্রি।
থ্রিডি ক্রিসমাস নেলস (3D Christmas nails)
View this post on Instagram
ক্রিসমাস থিমড লাল রঙের পোশাকে যদি লাল রঙের নেল আর্ট ফিকে হয়ে যায়। তা হলে এত খাটনি মাটি হবে। তাই নজরকাড়তে মিক্স অ্যান্ড ম্যাচ কনসেপ্টে নখে লাগিয়ে নিন সাদা ম্যাট নেল পেন্ট। আর সাজিয়ে তুলুন ডেকাল ডায়মন্ড দিয়ে। আর কি চায় ছবির মত নকশা কিংবা আপনার পছন্দমতো নকশা দিয়ে সাজিয়ে নিন নখ। লাল ব্যাকগ্রাউন্ডে সাদা নেল আর্টে বাজিমাত হবেই।
বোটানিকাল ডিপ রেড নেলস (Botanical deep red nails)
View this post on Instagram
টোম্যাটো রেড নয় বরং কিছুটা মেরুণের কাছাকাছি রঙয়ের নেল পালিশ তার ওপর সোনালি রঙের ফুল পাতার নকশা, এই ডিজাইন করাও বেশ সহজ আবার দেখতেও ভীষণ আকর্ষণীয় এবং ক্ল্যাসিক।
ক্যান্ডি কেন লেন নেলস (Candy cane lane nails)
View this post on Instagram
ক্রিসমাসের ক্যান্ডি কেনের আদলে খুব সহজেই নখ সাজিয়ে নিন লাল আর সাদা নেল পালিশ দিয়ে। সুন্দর এবং সহজ এই নেল আর্ট হাতে কম সময় থাকলে ভীষণ কাজের।
দ্য পারফেক্ট অর্নামেন্টাল নেলস (The perfect ornamental nails)
View this post on Instagram
ক্রিসমাস পার্টি বলে কথা তাই হাল্কা বা ছিমছাম নয় পোশাকের সঙ্গে মানানসই জমকালো নেল আর্ট চাই? তা হলে এই অর্নামেন্টাল নেল আর্ট আপনার জন্যেই। গাঢ় সবুজ রঙ বা মেটালিক গ্রিন বেস কালারের ওপর নানা রঙয়ের নকশা বা ক্রিসমাসের থিমের সঙ্গে মানানসই মোটিফ বানিয়ে নিন ।
এই নেল আর্টগুলোর মধ্যে আপনার কোনটা পছন্দ হল জানাতে ভুলবেন না।