ঘুর্ণিঝড় ইয়াসের পর ক্ষতিগ্রস্ত বারুইপুর পুর্ব বিধানসভা এলাকা পরিদর্শন করলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। তার আগে বিডিও অফিসে বারুইপুর মহকুমাশাসক সুমন পোদ্দার, বিডিও মোশারফ হোসেন, বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দারের সাথে বৈঠক করেন। বৈঠকের পর তিনি ত্রাণ শিবির কেন্দ্র ঘুরে দেখেন এবং এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। এই বিপদে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন যাদবপুরের এই অভিনেত্রী সাংসদ।