ওয়েব ডেস্ক: আলিপুরদুয়ারের (Alipurduar) চা বাগান মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ। ডুয়ার্সের মধু চা বাগান সহ অন্যান্য বাগানের শ্রমিকেরা অভিযোগ দায়ের করলেন। পশ্চিমবঙ্গ চা মজুর সমিতির তরফে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তার আগেই একাধিক অভিযোগ চা বাগান মালিকের বিরুদ্ধে। আলিপুরদুয়ার জেলার মধু চা বাগান (Madhu Tea Estate) থেকে হাঁটাপথে হাসিমারা ফাঁড়ি। সেখানেই উপস্থিত হয়ে শ্রমিকেরা বাগান মালিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন। মধু চা বাগান সহ ডুয়ার্সের অন্যান্য বাগানের শ্রমিকেরাও একাধিক থানায় অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: দিল্লি যাওয়ার আগে বিরাট মন্তব্য অভিষেকের
মূলত শ্রমিকদের বেতন প্রদানে অনিয়ম ও বিলম্ব, পিএফ প্রতারণা (Pf Fraud) সহ একাধিক অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির সদস্যের এই পদক্ষেপ বলে জানিয়েছেন তাঁরা। সোমবার ডুয়ার্সের জয়গাঁ থানার হাসিমারা ফাঁড়ি, মাদারিহাট, বীরপাড়া, মালবাজার ও মেটেলি থানায় প্রায় ১০টিরও বেশি বাগান মালিকদের বিরুদ্ধে ‘আইন মানো’ অভিযান চালানো হয় এবং থানায় অভিযোগ দায়ের করা হয়।
দেখুন আরও খবর :