Placeholder canvas
কলকাতা রবিবার, ০৫ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
ভাঙা ব্রীজের উপর কাঠের পাটাতন বসিয়ে চলছে ঝুঁকির যাতায়াত
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:১০:১৮ পিএম
  • / ৪৫ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

চন্দ্রকোনা: ৫ বছর আগে ভেঙে পড়েছে কংক্রিটের ব্রীজ। মেরামত না করে বিপদজনক ভাঙা ব্রীজের (Bridge Broken) উপর কাঠের পাটাতন বসিয়ে চলছে ঝুঁকির যাতায়াত। ব্রীজের উপর বন্ধ ভারি যানচলাচল,পাশে রাস্তা তৈরি করে চলত যানচলাচল,সেই রাস্তার একাংশ গত বর্ষায় ধসে গিয়েছে। যার জেরে যাতায়াতে চরম ভোগান্তির শিকার গ্রামবাসীরা।একাধিক বার প্রশাসনে জানিয়েও স্থায়ী সমাধান হয়নি বলে ক্ষোভ এলাকাবাসীর। ৫ বছরেও ভাঙা ব্রীজ মেরামত না হওয়ায় প্রশাসনকে তীব্র কটাক্ষ বিরোধীদের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রামের।

কোল্লা ও খুড়শী এই দুই এলাকার সংযোগকারী কানা খালের উপর ভাঙা কংক্রিট ব্রীজ। এলাকাবাসীর দাবি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার উপর দিয়ে বয়ে গিয়েছে কানা খাল। এই খালটি এলাকার শিলাবতী নদী থেকে ভেঙে তারই একটা অংশ কানা খাল নামে পরিচিত। বাম জমানায় কোল্লা থেকে ধরমপোতা যাওয়ার জন্য কানা খালের সংযোগকারী গ্রাম সড়ক যোজনার রাস্তার উপর এই কংক্রিট ব্রীজ নির্মাণ করে চন্দ্রকোনা (Chandrakona) ২ নম্বর পঞ্চায়েত সমিতি। ২৫ শে অক্টোবর ২০০৪ সালে তৎকালীন চন্দ্রকোনা বিধানসভার সিপিআইএম বিধায়ক গুরুপদ দত্ত এই ব্রীজটির উদ্বোধন করেন। এই ব্রীজের উপর দিয়ে যাতায়াত ৭ থেকে ৮ টি গ্রামের মানুষের,এমনকি এই ব্রীজ দিয়ে স্কুল পড়ুয়া থেকে জরুরি পরিষেবার জন্য চন্দ্রকোনা শহরের যাতায়াত ৭-৮ টি গ্রামের বাসিন্দাদের। এলাকাবাসীর অভিযোগ, কোল্লা এলাকায় থাকা কংক্রিট ব্রীজটির মাঝের অংশ ২০১৮ সালে ভেঙে পড়ে। ব্রীজের উপর মালবাহী গাড়ি যাতায়াতের সময় ব্রীজটি ভেঙে যায়। আর তারপর থেকে ব্রীজ মেরামত বা নতুন করে ব্রীজ নির্মানের কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন। উল্টে ভেঙে পড়া ব্রীজের মাঝের অংশে কাঠের পাটাতন বসিয়ে তার উপর দিয়ে অস্থায়ী ভাবে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয় এবং তারই সঙ্গে ব্রীজের নিচে খালের উপর মোরাম দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া হয় যানবাহন চলাচলের জন্য।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কররে লোপাট (পর্ব-৩)

এলাকাবাসীর অভিযোগ, ভাঙা ব্রীজের উপর বসানো কাঠের পাটাতন দিয়ে রীতিমতো ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। গত বর্ষায় জলের তোড়ে ব্রীজের নিচে তৈরি মোরাম রাস্তাটির একাংশ ধসে গিয়েছে। বর্তমানে ভারি যানচলাচল প্রায় বন্ধ। ছোটো গাড়ি ব্রীজের নিচ দিয়ে অস্থায়ী রাস্তার দিয়ে যাতায়াত করলেও যেকোনও মুহূর্তে দূর্ঘটনা ঘটতে পারে। এই ব্রীজ তৈরি নিয়ে শাসক হোক বা বিরোধী তরজা ও কাদা ছোড়াছুড়ি চলছে। যাতায়াতে ভুক্তভোগী এলাকাবাসী। তারা চাইছেন ভাঙা ব্রীজের দ্রুত স্থায়ী সমাধান হোক।

আরও পড়ুন: মালদার ইংলিশবাজারে দুটি ভিন্ন ঘটনায় জোড়া খুন

এবিষয়ে শাসকদল তৃণমূল ও প্রশাসনকে তীব্র কটাক্ষ করে বিজেপির।  দাবি,৫ বছর আগে ভেঙে পড়া ব্রীজ মেরামত না করে তার উপর কাঠের পাটাতন বসিয়ে জোড়াতালি মেরে চলছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। শাসকদল আর তার প্রশাসন যেখানে কাটমানি পাবে সেখানে কাজ করবে,ওরা সাধারণ মানুষের কথা ভাববে কি করে।

ব্রীজ ভেঙে যাওয়ার জেরে মানুষের যাতায়াতের ভোগান্তি হচ্ছে তা মানছেন ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোনাজুর মোল্লা,এনিয়ে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, খুব শীঘ্রই হয়ত কাজ শুরু হবে জানান তিনি। পাশাপাশি পঞ্চায়েতের উপপ্রধান তিনি জানান,নিচের মোরাম রাস্তাটা ধসে গিয়েছে ওটা গ্রাম পঞ্চায়েত থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে, পাশের রাস্তাটি পঞ্চায়েতের পক্ষ থেকে যতটা সম্ভব মোরাম দিয়ে রাস্তাটি মেরামত করা হবে। বিরোধীদের তোলা অভিযোগ প্রসঙ্গে উপপ্রধান বলেন, বিরোধীদের কোনও কাজ নেই,ওদের মাঠে-ময়দানেও দেখা যায়না। ওরা খালি বিভিন্ন অভিযোগ করে থাকে,তৃণমূল জমানায় এই গ্রাম পঞ্চায়েত এলাকায় অনেক উন্নয়ন হয়েছে।”

অন্য খবর দেখুন 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

রবিবার, ৫ মে, ২০২৪
UNICEF-এর রাষ্ট্রদূতের দায়িত্ব পেলেন নবাব ঘরণী
রবিবার, ৫ মে, ২০২৪
দেবগৌড়ার ছেলেকে হেফাজতে নিল পুলিশ
রবিবার, ৫ মে, ২০২৪
উদয়ের জন্য আর্থিক সহায়তার আর্জি সন্দীপ, অনীক, লগ্নজিতার
রবিবার, ৫ মে, ২০২৪
ঝড় আসছে ৫০-৬০ কিমি বেগে, সঙ্গে বৃষ্টি!
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
নদী বাঁধে ভাঙন, বড় বিপর্যয়ের মুখে সুন্দরবনবাসী!
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
জেনে নিন রবিবাসরীয় রাশিফল
রবিবার, ৫ মে, ২০২৪
শুভেন্দু-অভিজিতের নামে তমলুক থানায় এফআইআর দায়ের
শনিবার, ৪ মে, ২০২৪
ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই! আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি
শনিবার, ৪ মে, ২০২৪
গলার স্বর বিকৃত করা হয়েছে, সিবিআই তদন্ত চান গধাধর
শনিবার, ৪ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team