সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, নন্দীগ্রাম-রবিবার (Sunday) সকাল না হতে হতেই এক অজ্ঞাতপরিচয়ের দেহ (Unidentified Body) ঘিরে নন্দীগ্রামে (Nandigram) উত্তেজনা ছড়াল। নন্দীগ্রাম ২ অঞ্চলের উত্তর-পশ্চিম পাশ বরাবর মঙ্গল চকে হিজলি টাইডেল ক্যানেলে (Hijli Tidal Canal) একটি মহিলার মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়।
হলদি নদী থেকে হিজলি টাইডেল ক্যানেল কালীনগরের দিকে প্রবাহিত হয়েছে। নদীর লাগোয়া দক্ষিণ পাশে এই মহিলার দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষজনের দাবি এই মৃতদেহটি স্থানীয় কি বাইরের তা এখনো বোঝা যাচ্ছে না। তবে বেশ কয়েকদিন আগের মৃতদেহ বলেই দাবি স্থানীয় দের। প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন।।
জনবসতি এলাকায় কীভাবে এই দেহ এল, কোথা থেকে ভেসে এল তাই নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ক্যানেল থেকে মৃতদেহ দেহটি তোলা হয়েছে। প্রশাসন মৃতের পরিচয় জানার চেষ্টা করছে। জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। দেহটি তুলে তার পরিচয় জানার চেষ্টা করছে প্রশাসন।
দেখুন আরও খবর-