ঝাড়গ্ৰাম: রাস্তার দুই ধারে শাল ও পিয়ালের জঙ্গল ঘেরা লালমাটির জেলা ঝাড়গ্রাম (Jhargram)। শহরের আদলেই গড়ে উঠেছে ঝাড়্গ্রাম জুলজিক্যাল পার্ক (Jhargram Zoological Park)। শীতের স্নিগ্ধ সকালে চিতাবাঘ থেকে শুরু করে হরিণ-সহ বিভিন্ন পশুপাখিতে ভরে উঠেছে এই পার্ক। প্রায় ২২ হেক্টর জায়গা জুড়ে আধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে এই পার্ক। জঙ্গলের ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে শুনতে লালমাটির রাস্তা দিয়ে প্রবেশ করতে হয় পার্কে। নির্জন নিস্তব্ধ পরিবেশে আনন্দ উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরাও।
জঙ্গল ঘেরা লাল মাটির জেলা ঝাড়গ্রাম! প্রায় ২২ হেক্টর জায়গা জুড়ে আধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে এই জুলজিক্যাল পার্ক। জঙ্গলের ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে শুনতে লাল মাটি ঘেরা রাস্তা দিয়ে প্রবেশ পার্কে। নির্জন নিস্তব্ধতায় মনমুগ্ধ পরিবেশে আনন্দ উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরাও। প্রকৃতি প্রেমীদের জন্য ঝাড়গ্রাম আদর্শ স্থান। শাল, টিক, পিয়াল, মহুলের জঙ্গলে দেখা মিলবে বুনো হাতি, হরিণ এবং বিভিন্ন পাখিদের। যাঁরা জঙ্গল ভালবাসেন, তাঁদের জন্য ঝাড়গ্রাম কিন্তু দারুণ পর্যটক কেন্দ্র হতে পারে। এখানে রয়েছে প্রচুর প্রাচীন মন্দির, রাজবাড়ি। পাশাপাশি পর্যটকদের নজর কেড়েছে লোকসঙ্গীত, সাঁওতাল নাচ।
আরও পড়ুন: তোরণ তৈরির জন্য রাস্তা কাটা, পথে মৃত্যু প্রসুতির
সবে শীতের শুরু আর তাতেই পর্যটকরা আসতে শুরু করেছেন। বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে পশুপাখি, হরিণ ও চিতা বাঘ। তারাও উষ্ণ ঠান্ডার স্নিগ্ধতাতেই সূর্যের আলো নিতে খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছেন চিড়িয়াখানার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। যা দেখে অত্যন্ত খুশি দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরাও। আগামী দিনে জঙ্গলমহলের প্রাণকেন্দ্র হিসেবেই গড়ে উঠবে এই জুলজিক্যাল পার্ক এমনটাই মনে করা হচ্ছে।
আরও অন্য খবর দেখুন