কলকাতা: কালীপুজো চলে গেলেও এখনও শীত (Winter) পড়েনি। সকাল-রাতে কিছুটা শিরশিরানি ভাবও রয়েছে। কলকাতা- সহ দক্ষিণবদের জেলাগুলিতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার মাত্রাও নেমে আসছে। পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিনে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের জেলাগুলিতে-তাপমাত্রার কোনও হেরফের হবে না। পশ্চিমের জেলাগুলিতে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। সকালের দিকে হাল্কা শীত শীত ভাব বজায় থাকবে। কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। আগামী ১২ নভেম্বর তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে।
আরও পড়ুন: মনোজ ভার্মাকে বাড়তি দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টি হলেও শীত কবে পড়বে এই নিয়ে এখনও পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। তবে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৫ নভেম্বর অবধি তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশিই থাকবে। ফলে সেদিন অবধি শীত পড়ার তেমন সম্ভাবনা নেই।
অন্য খবর দেখুন
The post বঙ্গে কবে শীত, বড় আপডেট হাওয়া অফিসের first appeared on KolkataTV.
The post বঙ্গে কবে শীত, বড় আপডেট হাওয়া অফিসের appeared first on KolkataTV.