পাঁশকুড়া: পঞ্চায়েতে জয়ের পর প্রলোভন দেখিয়ে সিপিএম প্রার্থীকে তৃণমূলের যোগ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। পরে ফের নিজের দলে ফিরল সিপিএমের জয়ী প্রার্থী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর ২ গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনায় চাপানউতোর রাজ্য রাজনীতিতে।
চৈতন্যপুর ২ গ্রাম পঞ্চায়েতের মোট আসন ছিল ১৫টি। যার মধ্যে তৃণমূল জয় লাভ করে ৮টিতে, বিজেপি জয়লাভ করে ৫টিতে ও সিপিএম জয় লাভ করে ১টিতে এবং কংগ্রেস জয়লাভ করে ১টি আসনে। ১৯৮৭ সাল থেকে সিপিএমের সদস্য শেখ শাজাহান আলি। বর্তমানে পাঁশকুড়া স্টেশন এরিয়া কমিটির সিপিএমের বর্তমান সদস্য শাজাহান। বৃহস্পতিবার পাঁশকুড়ায় তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্রের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন জয়ী প্রার্থী শাজাহান। তবে এই যোগদানের ব্যাপারে তিনি জানান, তাঁকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছিল। ফের শুক্রবার সকালে তিনি সিপিএমের দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলে নিমতৌড়িতে সিপিএমের জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে দলে ফেরার কথা সাংবাদিকদের জানান। শাজাহান সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, সিপিআইএমে ছিলাম,আছি, আজীবন মৃত্যু পর্যন্ত থাকব।
আরও পড়ুন: Panchayat Election | তৃণমূল নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুর-মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
অন্যদিকে, চৈতন্যপুর ২ গ্রাম পঞ্চায়েতের বোর্ডটি তৃণমূলের দখলে রাখার কারণেই এই প্রার্থীকে প্রলোভন দেখিয়ে নিজেই তৃণমূলে যোগদান করা হয়েছিল এমনই দাবি করেন সিপিএমের জেলা কমিটির সম্পাদক নিরঞ্জন সিহি।