ওয়েব ডেস্ক: ২০ এপ্রিল সিপিএমের (Cpm) পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে ব্রিগেডের (Brigade)। কিন্তু ব্রিগিডের মাঠ কি আদৌ ভড়বে ? সেই আশঙ্কাই এবার দেখা দিচ্ছে দলের অন্দরে। তাই জন্য এবার ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক তথা সিপিএম কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় শুক্রবার দলের যুবকর্মীদের ব্রিগিডের মাঠ ভরাতে ডাক দিলেন।
তবে বিগত কয়েক দশক ধরে রাজ্য রাজনীতি দেখে আসছে সিপিএমের ‘ব্রিগেড’ ডাক মানেই উপচে পড়া ভিড়। শুধু সিপিএম সমর্থিত কলকাতার বাসিন্দারাই নন, বিভিন্ন জেলা থেকে ভিড় জমান বহু সিপিএম সমর্থক। সিপিএম ক্ষমতায় না থাকলেও ব্রিগেডে ভিড় হয়েছে চোখে পড়ার মত।
আরও পড়ুন: জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ এসএসকেএমে
সীতারাম ইয়েচুরির জমানাতেও সিপিএমের ব্রিগিডে ছিল চোখে পড়ার মত ভিড়। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। রাজ্যে সিপিএমের অবস্থাও সঙ্গিন। যুব সমাজকে জায়গা করে দেওয়া হলেও কোনভাবেই দলের অগ্রগতি হচ্ছেনা। কিন্তু কেন? সেই প্রশ্নই বারবার সামনে আসছে। আর তারই পরিপ্রেক্ষিতে এবার সিপিএম কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় যুবসমাজদের ডাক দিলেন ২০ এপ্রিল ব্রিগেডের ময়দানে।
দেখুন অন্য খবর