কলকাতা: তীব্র দহন জ্বালায় পড়ছে দক্ষিণবঙ্গ। তীব্র তাপপ্রবাহ বইছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতা সহ একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ৪০ ডিগ্রি পার করে ফেলেছে মহানগরের পারদ। রোদে পথে নামলে চোখে-মুখে জ্বালা ধরাচ্ছে। মানুষের পাশাপাশি হাসফাঁস করছে বন্যপ্রাণ। শরীর ঠান্ডা রাখতে ঝড়খালি টাইগার রেসকিউ সেন্টারে (Jharkhali Tiger Rescue Centre) দু’বেলা স্নান করানো হচ্ছে বাঘেদের।
আরও পড়ুন: রবিবার তাপপ্রবাহের পুড়বে দক্ষিণবঙ্গ, জারি লাল সতর্কতা
তীব্র গরমে হাঁসফাঁস করছে বন্যপ্রাণীরাও! এই পরিস্থিতিতে মানুষের মতো বন্যপ্রাণীদের শরীরেও সমস্যা দেখা দেয়। ঝড়খালি টাইগার রেসকিউ সেন্টারে তাই জন্তুজানোয়ারের যত্ন নেওয়া হচ্ছে। শরীর ঠাণ্ডা রাখতে ঝড়খালি টাইগার রেসকিউ সেন্টারে বাঘেদের দু’বেলা স্নান করানো হচ্ছে। খাঁচার সামনে বসানো হয়েছে স্ট্যান্ড ফ্যান। দেওয়া হচ্ছে ওআরএস ও ভিটামিন সি ট্যাবলেট।
দেখুন ভিডিও