ধূপগুড়ি: সাতসকালে ফের খুন ধূপগুড়িতে। এবার স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। সোমবার ঘটনাটি ঘটেছে, ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য বোড়াগাড়ি এলাকায়। অভিযুক্ত স্বামী ভূপাল রায়কে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার সাত সকালে ধূপগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে খুন হন এক বৃদ্ধা। ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের খুন ধূপগুড়িতে। এবার ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বোড়াগাড়ি এলাকায় স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের মধ্য বোরাগাড়ি অঞ্চল পাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী ভূপাল রায়। তার স্ত্রী ফণিবালা রায়ের সঙ্গে ভোরবেলা থেকে বিবাদ শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। সেই বিবাদ চরমে ওঠে। স্ত্রীর উপর চড়াও হন স্বামী। সামনে থাকা বাঁশ হাতে স্ত্রীকে আঘাত করার চেষ্টা করেন ভূপাল। বাঁচার জন্য বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন ফণিবালা। কিন্তু পিছন থেকে বাঁশের আঘাতে তাঁর বাড়ির সামনে থাকা ধানখেতে লুটিয়ে পড়েন ফণিবালা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: বিভ্রমের মধ্যে রয়েছে ভারতীয় দল! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হারে তুমুল ক্ষুব্ধ প্রসাদ
এদিকে স্ত্রীকে খুন করার পর ধূপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ভূপাল। পরবর্তীতে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঠিক কী কারণে এই খুন, এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে সাতসকালে এই ধরনের ঘটনায় হতবাক এলাকাবাসী।