কলকাতা : রাস্তার দুই ধার দিয়ে নিয়ম মেনে চলছে সারি সারি গাড়ি ৷ বেশ গতিতেই আসছিল গাড়িটা ৷ হঠাৎই রং বদলায় সিগনালের ৷ সবুজ থেকে হয়ে যায় লাল ৷ দ্রুত ব্রেক কষে গাড়ি থামান বিজেপি নেতা কল্যাণ চৌবের চালক ৷ পিছনে তখন তীব্র গতিতে আসা একটি মোটর বাইক ৷
হঠাৎই পথ রুদ্ধ হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিজেপি নেতার গাড়ির পিছনে সপাটে ধাক্কা মারল বাইকটা ৷ এর পরই বাইকে সওয়ার দুই যুবকের সঙ্গে বচসা শুরু চৌবে এবং তাঁর চালকের ৷ সঙ্গে যোগ দেন বাইক চালকের আরও কয়েক জন সহযোগী ৷ অন্য বাইকে থাকলেও, তাঁরাও চৌবের বিরুদ্ধে হয়ে ওঠেন খড়্গহস্ত ৷ রাস্তার মধ্যেই চলতে থাকে তুমুল তর্কাতর্কি ৷
ভাঙচুরের আগের মুহূর্তে বচসা৷
আজ বিজেপি নেতা তথা হিন্দুস্থানি আওয়াম মোর্চার এজেন্ট কল্যাণ চৌবের গাড়ির কাচ ভাঙাকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক তরজ শুরু হয় ৷ চৌবের দাবি, তৃণমূলের লোকজন ইচ্ছা করে তাঁর গাড়ি ভাঙচুর করেছে ৷ বিষয়টি নিয়ে তিনি রীতিমতো গলা চড়াতে শুরু করেন ৷
আরও পড়ুন-দিব্যি বেঁচে রয়েছেন, কিন্তু ভোট কর্মীরা বলছেন, “আপনি মৃত, তাই ভোট দিতে পারবেন না”
এর পরই আসল ছবি ধরা ধরে ৷ কলকাতা পুলিশের তরফে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সামনে আনা হয় ৷ সিসিটিভি ফুটেজ সামনে এনে পুলিশের তরফে দাবি করা হয়, হঠাৎ সিগনাল পরিবর্তন হওয়ার পরই ধাক্কা লাগে ৷ সেই থেকেই বচসা ৷ তখনই ভাঙে গাড়ির কাচ ৷
তখনও কল্যাণ চৌবের গাড়ি সিগন্যালে পৌঁছয়নি৷