কলকাতা: দেশজুড়ে ১০৩টি রেলওয়ে স্টেশনকে অমৃত স্টেশন (Amrit Station) হিসেবে গড়ে তোলা হবে। আসানসোল ডিভিশনের (Asansol Division) পানাগড় ও শঙ্করপুরকে বেছে নেওয়া হয়েছে। ২২ মে ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তার আগে রেলস্টেশন পরিদর্শন করলেন রেল আধিকারিকরা। অত্যাধুনিক এই স্টেশন তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী।
আরও পড়ুন: বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধি দলে তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়!
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন পানাগড়। উল্লেখযোগ্য স্টেশন হওয়ায় পানাগড় স্টেশনকে বন্দেভারত স্টেশনের আওতায় আনা হয়। সেই মতো ২০১৪ সাল থেকে শুরু হয় এই স্টেশনের আধুনিকীকরণের কাজ। ২২ মে পানাগড় সহ বেশ কয়েকটি স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, পানাগড়ের একধারে স্থলবাহিনীর সেনা ছাউনি। অপরদিকে ভারতীয় বায়ুসেনার ছাউনি। ফলত, সাধারণ মানুষের পাশাপাশি সুবিধা হবে ভারতীয় সেনা বাহিনীর জওয়ান ও তাঁর পরিবারদের।
দেখুন আরও খবর: