বাইরের দেশ থেকে সোনা আনতে চাইলে কিছু নিয়ম আছে। কতটা সোনা আনছেন তার উপর নির্ভর করে আপনাকে কর দিতে হবে। তিনি কতটা সময় সেই দেশে ছিলেন তার উপরেও নির্ভর করে এই করের পরিমাণ। সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) এই রেট নির্ধারণ করে। এক বছরের বেশি সময় বিদেশে কাটালে তার ক্ষেত্রে ১ কেজি পর্যন্ত সোনার উপর ১৩.৭ শতাংশ কাস্টম ডিউটি দিতে হয়। আর কেউ যদি ৬ মাস থেকে ১ বছরের মধ্যে বিদেশ থাকেন, তাঁর ক্ষেত্রেও একই পরিমাণ কর দিতে হয়।
আরও পড়ুন, প্রবল যানজট এড়াতে এআই নির্ভর অ্যাপ
তবে একটি নির্দিষ্ট পরিমাণ সোনার পরিমাণের উপর কোনও রকম কাস্টম ডিউটি ধার্য হয় না। পুরুষদের ক্ষেত্রে ২০ গ্রাম পর্যন্ত সোনার উপর কর ছাড় আছে। এক্ষেত্রে মনে রাখতে হবে পুরুষ যাত্রী কেবলমাত্র সোনার গহনা বা সোনার বার বহন করতে পারবেন। বেশি সোনা হলে অতিরিক্ত কর দিতে হবে। তবে মহিলা ও শিশুদের ক্ষেত্রে এই সোনার পরিমাণ বেড়ে হয় ৪০ গ্রাম। তবে সেই সোনা কেনার রশিদ থাকতে হবে সঙ্গে এবং শিশুর সঙ্গে যাত্রীর পরিচয়ের প্রমাণপত্র অবশ্যই থাকতে হবে।
আরও অন্য খবর দেখুন