কলকাতা: এপ্রিলের শুরুতে উত্তপ্ত হয়ে উঠেছিল সামশেরগঞ্জ (Samsergunge)। ওয়াকফ সংশোধনী আইনের (WAQF Act) প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল নবাবের জেলা। মঙ্গলবার বহরমপুর থেকে কপ্টারে করে সামশেরগঞ্জ পৌঁছন মমতা। হেলিপ্যাড থেকে হেঁটে বিডিও অফিসে যান। তারপর দেখা করেন ক্ষতিগ্রস্ত ও তাঁদের পরিবারের সঙ্গে।
এদিন মুখ্যমন্ত্রী ‘বাংলার বাড়ি প্রকল্পে’ মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিলেন প্রতীকী চাবি।
আরও পড়ুন: পহেলগামে নিহত জওয়ান ঝন্টু শেখের বাড়িতে সরকারি চাকরি
মুর্শিদাবাদের মঞ্চ থেকে মৌলবাদীদের কথায় পা না দেওয়ার বিষয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, , “বিজেপি কিংবা কোনও মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না। আপনারা নিজেরা ভাগ হওয়ার থেকে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন। তাতে আমি খুশি হব।”
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানায় নিহত হয়েছে বাংলার তিন বাসিন্দা। এদিন তাঁদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী পরিবারের পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। পাশাপাশি, মুর্শিদাবাদের নিহত জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রী শাহনাজ পারভিন ও তাঁর পরিবারকে হোমগার্ডের চাকরি ও ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
দেখুন আরও খবর: