রায়গঞ্জ: আসন্ন বাংলা চলচ্চিত্র (Bengali Cinema) ‘দেবী চৌধুরানী’–এর (Devi Choudhurani) প্রচারে সোমবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন টলিউডের (Tollywood) দুই জনপ্রিয় মুখ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।
এদিনের সাংবাদিক বৈঠকে তাঁরা ছবির গল্প, চরিত্র এবং নির্মাণ প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা করেন। প্রসেনজিৎ জানান, “এই ছবি কেবল বিনোদন নয়, বাংলার ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে সামনে নিয়ে আসবে।” শ্রাবন্তী বলেন, “এমন একটি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা আমার কাছে ভীষণই স্মরণীয়।”
প্রোমোশন উপলক্ষে স্থানীয় হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে বিপুল সংখ্যক দর্শক ও সংবাদ মাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। স্থানীয়দের মধ্যেও ছবিটি ঘিরে উন্মাদনা লক্ষ্য করা যায়। আগামী দিনে সিনেমা হলে ‘দেবী চৌধুরানী’ মুক্তি পাওয়ার পর দর্শকরা নতুন এক অভিজ্ঞতা পাবেন বলেই আশাবাদী নির্মাতারা।
দেখুন আরও খবর: