কলকাতা: ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। চলতি সপ্তাহে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও দহনজ্বালা থেকে রেহাই মিলছে না। দিন বাড়লে সূর্যের তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার রাতে পাজ্যের বেশকিছু জেলায় কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দুপুরের পরে বদল ঘটবে আবহাওয়া। শুক্রবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain Forecast Thunderstorm) পূর্বাভাস রয়েছে। শক্র ও শনিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গরম থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে বলেই পূর্বাভাস। কলকাতা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় । ৬০-৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে । সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা । এদিন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রপাত শিলাবৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনি ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে । দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে । সোমবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া ও মুর্শিদাবাদে।
আরও পড়ুন: বিকেলে গণ কনভেনশনের ডাক চাকরিহারাদের
অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার পর্যন্ত মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওড়া বইবে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ছয় জেলায়। রবি ও সোমবার ঝড়ের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে । তবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ।
পাশপাশি মৌসিম ভবন জানিয়েছে, ভারতে প্রবেশ করেছে বর্ষা (Monsoon Progressing)। আন্দামান নিকোবর হয়ে কেরলের উপর দিয়ে ধীরে ধীরে সারা ভারতে ছড়িয়ে পড়ে বর্ষার প্রভাব। এখন যেভাবে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, তাতে এই সপ্তাহে ভারতের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি-র জানিয়েছে সাইক্লোন ‘শক্তির’ উল্লেখ নেই। মৌসম ভবনের মতে, মে-মাসে সাইক্লোনের ইতিহাস থাকলেও, এখনই কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই।
অন্য খবর দেখুন