কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক বেশি। আর এরই মাঝে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেও উপকূল সহ ওডিশায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল মৌসম ভবন। আগামী ২ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। হাওয়া অফিসের পুর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ মে ওডিশা উপিকুলে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, এ বছর নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষা ঢুকতে পারে। বর্ষার অনুকূল পরিবেশ ইতিমধ্যেই তৈরি হয়েছে।
আরও পড়ুন Bareilly : থানায় এনে মার, প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা যুবকের