আসানসোল: মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অবাধ ওই শান্তিপূর্ণ মিছিলের দাবিতে তুমুল উত্তেজনা ছড়ায় আসানসোল মহকুমা অফিসে। মিছিলের নেতৃত্বে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের। আসানসোল শতাব্দী পার্ক থেকে বৃষ্টি মাথায় নিয়েই মিছিল শুরু হয়। বিএনআর মোড়ে পুলিশের ব্যারিকেতে আটকে যায় আন্দোলনকারীদের মিছিল। কিন্তু ব্যারিকেট ভেঙে এগিয়ে যেতে থাকে আন্দোলনকারীরা। পরে পুলিশ আটকালে তারা রবীন্দ্র ভবনের সামনে পথে বসে পড়ে। এদিনের মিছিল থেকে মীনাক্ষী দাবি করেন, বুথে বুথে বামেরা লড়াই শুরু করেছে। জায়গায় জায়গায় সিপিএম প্রার্থীদের উপর হামলা হচ্ছে। এরপর মীনাক্ষী বলেন, তৃণমূলের শেষের শুরু টিকতে থাকার চেষ্টা করছে তবুও টিকে থাকতে পারবে না তৃণমূল ওদের মতাদর্শ নেই কাঠ মানি আছে আর লাঠি আছে তাই লাঠি নিয়ে লড়াই করছে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | চাপে কি না, মনোনয়ন প্রত্যাহারে কারণ জানাতে হবে কমিশনকে