কলকাতা: কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড থেকে শিক্ষা। তাই এবার সমস্ত টিকাকরণ শিবিরকে এক ছাদের তলায় আনল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যে কোন জেলায় কোথায় কত ভ্যাকসিনেশন ক্যাম্প চলবে তা জানিয়ে দেবে এবার রাজ্য স্বাস্থ্য দফতরই। মঙ্গলবার থেকে সেইমতো টিকাকেন্দ্রগুলির তালিকা দেওয়া হল রাজ্য স্বাস্থ্যদফতরের ওয়েবসাইটে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হল ওই তালিকার বাইরে যে কোনও টিকাকরণ শিবিরই বে-আইনি।
আরও পড়ুন: করোনার টিকা এ বার অন্তঃসত্ত্বাদেরও
এই তালিকায় সরকারি ছাড়াও থাকবে বেসরকারি টিকাকরণ শিবিরের উল্লেখও। সেন্টারের ঠিকানা এমনকি কোড নম্বরেরও খোঁজ মিলবে অনলাইনে। সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবস্থা নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো তড়িঘড়ি রাজ্যের মোট ২৭ টি জেলায় কোথায় কী কী ভ্যাকসিনেশন ক্যাম্প চলছে তার তালিকা প্রকাশ করল স্বাস্থ্য দফতর। তাদের ওয়েবসাইটে প্রতিদিনই এই বিষয়ে আপডেট পাওয়া যাবে। মঙ্গলবার যেমন, স্বাস্থ্যদফতরের ওয়েবসাইটে রয়েছে মোট ১৬৩৩টি কেন্দ্রের নাম। এর বাইরে যে কোনও ভ্যাকসিনেশন সেন্টারই বে-আইনি। কোথাও টিকা নিতে যাওয়ার আগে সেই তালিকায় চোখ বুলিয়ে নিতে বলেছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন:দেশে কমল দৈনিক মৃত্যুর হার
গত কয়েকদিন ধরে কসবায় ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প নিয়ে তোলপাড় চলছে শহরে। প্রায় কয়েক হাজার মানুষ ওই কেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়েছেন। এমনকি সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও টিকা নেন ওই কেন্দ্র থেকে। পরে জানা যায় ওই টিকা জাল। করোনা প্রতিরোধে টিকা নেওয়ার ফাঁদে পড়ে যাতে কেউ প্রতারিত না হন তাঁর জন্যই এই ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্যভবন।