কলকাতা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬৩ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার রাজ্যের সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি ও বয়সজনিত কারণে ৬৩ জনকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ভাল ব্যবহার ও সর্বোপরি করোনা পরিস্থিতি বিচার করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে বন্দিদের মুক্তি দেওয়া হবে।
আরও পড়ুন- অসম-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে বৈঠক মোদির
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বন্দিদের এক জায়গায় রাখার নিয়ম নেই। ঠিক তেমনি ‘১৯৭৩-র ক্রিমিনাল প্রসিডিওর কোড ৪৩২ নম্বর ধারা অনুযায়ী অন্তত ১৪ বছর জেলে থাকা আসামীকে ছাড়ার চিন্তা ভাবনা করা হয়েছে। যাতে তাঁরা বাকি জীবন পরিবারের সঙ্গে কাটাতে পারেন। সে কথা ভেবে মানবিকতার দৃষ্টিতে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন- অমিতের ডেপুটি নিশীথের পড়াশোনা কত দূর, স্পষ্ট তথ্য নেই স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে
সূত্রে খবর, ওই ৬৩ জনের মধ্যে ৬১ জন পুরুষ। এঁদের প্রত্যেকের বয়স ৬০ বছরের বেশি৷ বাকি দু’জন মহিলা। তাদের বয়স ৫৫ বছরের বেশি।