কলকাতা: বাংলাদেশে অশান্তি। আর এপার বাংলায় তার প্রভাবে জঙ্গিদের দাপাদাপি লেগেই আছে। যার জেরে বঙ্গে বাড়ছে বিভিন্ন জালিয়াতি কাণ্ড। মূলত পাসপোর্ট জালিয়াতি কাণ্ড। যদিও আজ কলকাতা পুলিশের জালে গ্রেফতার হয় পাসপোর্ট জালিয়াতি কান্ডের মূল অভিযুক্ত।
আরও পড়ুন: হনুমানের বংশপরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য যোগীরাজ্যের মন্ত্রীর
কিন্তু ভুয়ো পাসপোর্ট- সহ বিভিন্ন ভুয়ো নথি দেখিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে বহু বাংলাদেশি। আর এবার এই ইস্যুকে রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যে। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এবার রাজ্যে সরকারের পক্ষ থেকে চালু হতে চলেছে নতুন অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে এবার থেকে যাবতীয় নথি অনলাইনেই ভেরিফিকেশন করা হবে। অ্যাপের মাধ্যমে আবেদনকারীরা আবেদন করতে পারবে আর তারপর অনলাইন ভেরিফিকেশনের পর আবেদনকারীর বাড়িতে পুলিশের পক্ষ থেকে করা হবে ভেরিফিকেশন। বাড়ি গিয়ে পুলিশ প্রথমে ভেরিফিকেশন করবে, সেই ব্যক্তির ছবি তোলে হবে সঙ্গে সংশ্লিষ্ট পুলিশও সেই ব্যক্তির সঙ্গে ছবি তুলবে যার দ্বারা প্রমাণ থাকবে পুলিশ ভেরিফিকেশনে গিয়েছিল। যার জেরে সহজেই সমস্যা এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে।
রবিবার এই বিষয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি জানা, ‘বাংলাদেশে যাই ঘটুক না কেন, সেই সুযোগে এপারে কোনও অপরাধ ঘটতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, কলকাতা তথা রাজ্য়ের পুলিশ সক্রিয় ও সচেতন রয়েছে বলেই ভিনরাজ্য থেকে আসা সন্ত্রাসবাদীকে পাকড়াও করা সম্ভব হয়েছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিমও।