কলকাতা: আগামী ৮ জুলাই রাজ্য়ের পঞ্চায়েত ভোটের জন্য ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশন এই ভোট পরিচালনার দায়িত্বে থাকলেও রাজ্য সরকারের পরিকাঠামোর উপরেই নির্ভর করতে হয় তাঁদের। তাই রাজ্যের ২২টি জেলার এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করল রাজ্য। সোমবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চায়েত ভোটের অধীনে থাকা এলাকায় সরকারি অফিস ও সরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৮ জুলাই ছুটি থাকবে। ভোট দেওয়ার জন্য স্থানীয় স্তরে এই ছুটি দেওয়া হয়েছে। যে সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ভোটগ্রহণের কাজে ব্যবহৃত হবে সেখানে ছুটির সংখ্যা অবশ্য বেশি। ৬ ও ৭ জুলাই ভোটগ্রহণের কাজে ব্যবহার হওয়া সরকারি প্রতিষ্ঠানগুলিতে ছুটি দেওয়া হয়েছে। ভোটের আগে ভোটগ্রহণ কেন্দ্রে প্রস্তুতি সংক্রান্ত কাজের জন্য এই ছুটি দেওয়া হয়েছে বলেই মনে করছে প্রশাসনের একাংশ।
এদিকে আজই ৮২৫ কোম্পানির চেয়ে বেশি বাহিনী দিয়ে এবছর পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২৪ ঘণ্টার মধ্যে সব জেলায় পর্যাপ্ত বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রের কাছে আবেদন করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিভগননম (Chief Justice T. S. Sivagnanam) কমিশনের উদ্দেশে মন্তব্য করেন, নির্দেশ না মানতে পারল ছেড়ে দিন। আমাদের উপরে ছেড়ে দিন। আমরা সবটাই দেখে নিচ্ছি। দরকার হলে রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন।