কলকাতা: ২৪ ঘন্টায় আরও নিম্নমুখী রাজ্যের করোনা গ্রাফ। মেডিক্যাল বুলেটিন জানানো হয়েছে, ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭৬১ জন। মৃত্যুর সংখ্যা কমলেও বেশকিছু জেলায় আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে। দক্ষিণের জেলাগুলিতে মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩২ জনের। গতকালের থেকে যা সামান্য হলেও বেশি। অন্যদিকে, রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২১ হাজার ৫৮০ জন। বেড়েছে সুস্থতার হার। শতাংশের হিসেবে ৯৭.৩৮। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩ জন।
আরও পড়ুন করোনা কমতেই চাকরির পরীক্ষার নির্ঘণ্ট
শেষ ২৪ ঘণ্টায় মোট ৫০ হাজার ৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভি কেসের হার ৩.৫২ শতাংশ। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কমতে না কমতেই বাড়ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। বিশেষজ্ঞদের ধারনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া দ্রুত হলে মৃত্যুর সংখ্যা ঠেকানো যাবে। তাই ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় গতি আনতে চলেছে রাজ্য। সরকারি হিসাবে গত ২৪ ঘন্টায় মোট ২ লক্ষ ৯৩ হাজার ৪৯১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। রবিবারের তুলনায় যা প্রায় দ্বিগুনেরও বেশি।
আরও পড়ুন করোনায় ভাটা পড়েছে পর্যটন শিল্পে
সরকারি হিসাবে এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ২৮ লক্ষ ৮৮ হাজার ৯৯১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে অতিমারি নিয়ে রাজ্যের বিধি নিষেধ এখনই উঠে যাচ্ছে না। কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও ১৫ জুলাই পর্যন্ত রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ থাকছে। বেসরকারি ও সরকারি বাস ৫০ শতাংশ যাত্রী নিয়ে চললেও আগের মতোই বিধি নিষেধ রাখা হয়েছে ট্রেনের ও মেট্রোর উপর। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। রাশ টানা হয়েছে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে জমায়েতের উপর।