কলকাতা: রোমে বিশ্বশান্তি বৈঠকে আমন্ত্রিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজসেবায় তাঁর অবদানের কথা উল্লেখ করে এই আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে রোমের একটি সংগঠন। আগামী ছয় এবং সাত অক্টোবর ২০২১ কমিউনিটি অফ সেন্ট এগিডিও নামে সংস্থার তরফে ওই বৈঠক আয়োজন করা হয়েছে। বুধবার ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।
আরও পড়ুন-পেগাসাসঃ সরকারকে চাপে ফেলতে জোট বাঁধছে কংগ্রেস-তৃণমূল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ওই বৈঠকে পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলার, মিশরের আহমেদ আল তায়িবও-সহ আমন্ত্রিত বিশিষ্ট রাষ্ট্রনেতারা৷ তাঁরা ইতিমধ্যেই উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দিয়েছেন বলে আয়োজকদের তরফে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে।