আসানসোল: আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে ঘিরে বিক্ষোভ। বারাবনি ১৭৫ নম্বর বুথে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূলের বক্তব্য, ২০টি গাড়ির কনভয় নিয়ে ঘুরছেন অগ্নিমিত্রা। তাঁর সঙ্গে একজন সমাজবিরোধীও রয়েছেন। এইভাবে অগ্নিমিত্রা ভোটারদের প্রভাবিত করতে পারেন বলে দাবি করেছে তৃণমূল। রিটার্নিং অফিসারকে ঘটনাটি জানানো হয়েছে বলে জানিয়েছে ঘাসফুল শিবির।
পাথরবৃষ্টির পাশাপাশি গাড়িতে লাঠি, ঢিল মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত হন অগ্নিমিত্রা পালের নিরাপত্তারক্ষী। তৃণমূলের পাল্টা অভিযোগ, অগ্নিমিত্রা পলের নিরাপত্তারক্ষীরা দলের কর্মীদের উপর হামলা চালায়। ১৭৫ নম্বর বুথে গিয়ে প্রিসাইডিং অফিসার না থাকার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। এরপরই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। বিজেপি প্রার্থীকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।
সকাল থেকেই উত্তপ্ত আসানসোলের বারাবনি এলাকা। বারাবনির ২৪১ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। পরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা সেখানে গেলে পুলিস তাঁকে ঢুকতে বাধা দেয়। পুলিসের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন তিনি। বারাবনিতেই বিক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা। ১৭৫ নম্বর বুথে অগ্নিমিত্রা গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি প্রার্থীকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। পুলিসের সামনেই তৃণমূলের হামলা, দাবি বিজেপির।
আরও পড়ুন: Anubrata Mondal: আসানসোলে কেষ্টর ‘দাওয়াই’য়ে ভোটাররা ‘খুশি’