কেমন হবে নতুন সপ্তাহ। প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা নাকি সপ্তাহান্তে পরিবারের সঙ্গে সুখে আনন্দে কাটবে সময়। কেমন থাকবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে ভালবাসার মানুষ কী কাছে আসবে? গ্রহ-নক্ষত্রের অবস্থানের বদল নতুন সপ্তাহ (৫ সেপ্টেম্বর- ১১ সেপ্টেম্বর)মেষ, বৃষ ও মিথুন রাশিতে কতটা প্রভাব ফেলবে জেনে নিন-
মেষ (Aries)
নতুন সপ্তাহে মেষ রাশির জাতকদের জন্য আয় ভাল হবে। সন্তানের সাহায্য পাবেন এবং দীর্ঘদিনের মামলার রায় আপনার পক্ষে হবে। এই সপ্তাহে ধার্মিক কারণে যাত্রার যোগ তৈরি হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে। তবে প্রেমের জন্য সময়টা তেমন সুখকর নয়। ছোট কোনও বিষয় নিয়ে কাছের মানুষের সঙ্গে ঝামেলা হতে পারে। তবে বিবাহিতদের জন্য সময়টা বেশ ভাল। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর ও দৃঢ় হবে।
কী করবেন- প্রসাদ হিসেবে গণেশকে সুজির লাড্ডু খাওয়ান।
বৃষ (Taurus)
বৃষ রাশির জাতকদের জন্য সোমবার এবং মঙ্গলবারের দিনগুলি দুশ্চিন্তায় কাটবে। একাধিক সমস্যা আপনাকে ঘিরে থাকবে। এমনকি সাহায্যের জন্য যাদের ওপর নির্ভর করবেন আপনার প্রয়োজনে তারাও পিছিয়ে যাবে। তবে বুধ ও বৃহস্পতিবার পরিস্থিতির অনেকটা পরিবর্তন হবে। সন্তানের কৃতিত্বের সংবাদ আপনাকে খুশি করবে। প্রত্যেক কাজেই সফল হবেন এবং ভাল আয় হবে।বিপক্ষে থাকা মানুষের সঙ্গেও আপনার সম্পর্ক ভাল হবে।
কী করবেন– বাধা বিপত্তি কাটাতে প্রসাদ হিসেবে দুধ ও বেসনের লাড্ডু দিয়ে গণেশকে পুজো দিন।
মিথুন (Gemini)
নতুন সপ্তাহে কোথাও বেড়াতে যাবার পরিকল্পনা থাকলে সতর্ক থাকুন। সমস্যা দেখা দিতে পারে। তবে মঙ্গল ও বুধবারে পরিস্থিতির উন্নতি হবে। সপ্তাহের শুরুতে কোনও রকমের ভয় কিংবা আতঙ্কের পরিবেশ তৈরি হলেও বুধবারের শেষে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। কাজের প্রতি সজাগ থাকবেন।
কী করবেন- বাধা বিপত্তি কাটাতে গণেশ কে লাল বস্ত্র দিয়ে পুজো দিন।