কলকাতা: গত কয়েকদিনের থেকে কিছুটা তাপমাত্রা বাড়ল বঙ্গে৷ তবে, মঙ্গলবার সকালে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট দেখা যায়৷ শীতের দাপট তেমন নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। আজ দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই৷ কিন্তু উত্তরবঙ্গে পাহাড়ী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
হাওয়া অফিস আরও জানিয়েছে, বেলা বাড়তেই কুয়াশা কাটবে৷ ধীরে ধীরে দেখা মিলবে রোদের৷ আগামিকাল বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার দার্জিলিং, সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের মতো বুধবার সকালেও কুশায়ার দাপট দেখা যাবে জেলায় জেলায়৷ পরে ধীরে ধীরে রোদের দেখা মিলবে মঙ্গলবারের মতই৷
হাওয়া অফিস সূত্রে আরও জানাগিয়েছে, উত্তরবঙ্গের নীচের দিকে জেলা মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই৷ বিগত কয়েকদিন দফায় দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়েছে। এরফলে, শীতকালীন ফসলের ক্ষতি হয়েছে বলে চাষীদের দাবি৷