কলকাতা: নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত। এদিকে আবার রাজ্যে সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখাও। এই দুয়ের প্রভাবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, দুই ২৪ পরগনা, মেদিনীপুর ছাড়াও বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে। একই সঙ্গে বর্ষণ চলবে পশ্চিমের জেলা গুলিতেও। কলকাতাতেও আগামী বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা খানিকটা কমবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া দফতর।
উল্লেখ্য, কলকাতা সহ পার্শবর্তী এলাকাগুলিতে কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে কখনও মুষলধারে, আবার কখনও বিক্ষিপ্ত ভাবে ভিজছে শহর। বৃষ্টির কারণে শহরে তাপমাত্রা খানিকটা কমেছে তবে, শহরের একাধিক রাস্তায় জল জমে গিয়েছে। যার কারণে সাধারণ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতেই আবার এক নাগাড়ে বুধ্বার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর।