কলকাতা: টানা দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টির পর সরস্বতী পুজোর সকালেই রোদ ঝলমলে আকাশ দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আজ সারাদিনই উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা তুলনায় কম থাকবে। হাওয়া অফিস সূত্রের খবর, ২-৪ ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরেও। মূলত পশ্চিমী ঝঞ্জার জেরেই এই বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৬ তারিখ থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।
বৃষ্টির জেরে বেড়েছে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টি কমলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। তবে ঝঞ্জা কেটে গেলে আবার তাপমাত্রা বেশ খানিকটা একলাফে নামতে পারে। যদিও তা বেশি দিনের জন্য নয়। ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে মনে করছেন অনেকে। অর্থাৎ, শীতের বিদায় আর খুব দূরে নেই বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Weather Forecast: সরস্বতী পুজোয় পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের আকাশ, জানাল হাওয়া অফিস