কলকাতা: তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে তাঁদের জন্য এখনই সুখবর নেই। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে উত্তরের দু-একটি জেলায়। আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ-পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে উত্তরবঙ্গে। এর জেরেই চলছে টানা বৃষ্টি।
উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে বিহার ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহের জেরে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
কলকাতা সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলির আকাশ রোদ ঝলমলে থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর পরিবেশ থাকবে। আজ, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: Bikash Mishra: শুধু কয়লা নয়, গরু কয়লা কেলেঙ্কারিতেও বিকাশ মিশ্রের সিবিআই হেফাজত