কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, এবং ওড়িশায় আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস।মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২ মে অর্থাৎ আজ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা ও সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।একইসঙ্গে সোমবার ও মঙ্গলবার অরুণাচল প্রদেশের উপর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।৩ তারিখে অসম-মেঘালয় এবং ত্রিপুরায় বৃষ্টি বাড়বে। ৪ মে অসম-মেঘালয় এবং নাগাল্যান্ড-মণিপুর-মিজোরাম-ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।