কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়ে অশান্তির ঘটনার রিপোর্ট গেল দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জেপি নাড্ডাকে ফোন করে জানলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মনোনয়নকে কেন্দ্র করে শাহকেদলের দৌরাত্ম্যের জেরে কোন কোন জেলায় বিজেপি আসন দিতে পারলো না দলের সর্বোচ্চ নেতৃত্বদের সেই কোথায় জানালেন সুকান্ত। এমনকী সন্ত্রাসের জেরে রাজ্যে কতজন আহত সেই রিপোর্টও দিলেন কেন্দ্রীয় নেতৃত্বদের। সন্ত্রাসের ঘটনায় উদ্বিগ্ন বলে মন্তব্য করে সুকান্ত মজুমদার। তাঁর মতে দল সব দিকে নজর রাখছে। এছাড়া বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ নিজের সংসদীয় এলাকায় প্রার্থী দিতে পারেননি বলেও অভিযোগ।
রাজ্য জুড়ে হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশনকে নোটিস পাঠাচ্ছে জাতীয় তফসিলি জাতি কমিশনের। তাদের বক্তব্য গত ১ মাস ১০ দিনে মোট ৬জন খুন হয়েছেন। সকলেই তফসিলি জাতিভুক্ত। তাঁদের দাবি, তফসিলি জাতিকে টার্গেট করা হচ্ছে। বাংলায় ২২ শতাংশ তফসিলি জাতিকে নির্বাচন থেকে বাইরে রাখতেই চক্রান্ত করছে শাসকদল।
এদিকে নিরাপত্তা দিতে না পারলে পঞ্চায়েত নির্বাচন বন্ধ রাখার পরামর্শ তফসিলি জাতি কমিশনের। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকেও দিল্লিতে তলব করা হতে পারে।