কলকাতা: রাজ্য সরকারের আওতায় থাকা স্কুলগুলির পোশাকে পরিবর্তন (WB New School Uniform)। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি, আধা-সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীদের নীল-সাদা ইউনিফর্ম (School Uniform) হবে। স্বনির্ভর গোষ্ঠীর (এসএইচজি) সদস্যরা তা তৈরি করবেন বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে। ইউনিফর্মে থাকবে বিশ্ববাংলার লোগো। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দফতরকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি রাজ্যের সমস্ত ব্লকের আধিকারিকদের কাছেও নির্দেশিকা পাঠানো হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলি নিজেরা ইউনিফর্মগুলি সেলাই করে তৈরি করবে। সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসগুলি পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের পাঠাবে পড়ুয়াদের পোশাকের মাপ নিতে।
সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রদের একটি ফুলহাতা শার্টের সঙ্গে একটি ফুলপ্যান্ট এবং একটি হাফপ্যান্টের সঙ্গে একটি হাফহাতা শার্ট দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রদের একটি ফুলহাতা শার্ট, দুটি ফুলপ্যান্ট সহ হাফহাতা শার্ট দেওয়া হবে। স্কুলের লোগো, ব্যাজ এবং টাই শিক্ষা দফতর থেকে দেওয়া হবে।
পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের দুটি শার্ট, একটি স্কার্ট এবং একটি টিউনিক ফ্রক দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মেয়েরা একটি ওরনা সহ দুটি সালোয়ার-কামিজ সেট পাবে। রঙ বা ডিজাইনে কোনও পরিবর্তন করা যাবে না। ইউনিফর্ম সব স্কুলের জন্য একই হবে। এর আগে স্কুলগুলি তাদের ইউনিফর্মে পরিবর্তন করতে পারত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্ষমতায়ন এবং বাংলায় তৈরি কাপড়ের প্রচারের জন্য আগেই এই সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও শিক্ষক সংগঠনগুলির একাংশ মনে করছে, এটা স্কুলগুলির ঐতিহ্য ও গড়িমায় হস্তক্ষেপ। কোনও অনুষ্ঠানে একের বেশি স্কুলের পড়ুয়া একত্রিত হলে, নিজের স্কুলের পড়ুয়াকে সহজে খুঁজে পেতে সমস্যা হবে।