কলকাতা: নির্ঘণ্ট মেনেই হবে ৪ পুরনিগমের (WB Civic Polls) ভোট। সোমবার হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন। ৪ পুরনিগমের ভোট পিছোনোর আবেদন নিয়ে আদালতে মামলা হয়েছিল। এই বিষয়ে কমিশনের কাছ থেকে হলফনামা চায় আদালত। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোট পিছনোর কোনও সম্ভাবনা নেই। নির্ধারিত সময়েই ভোট হবে। কোভিড পরিস্থিতিতে নতুন গাইডলাইনও জারি করেছে কমিশন।
রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন গাইডলাইন মেনেই হবে ৪ পুরনিগমের ভোট। অনলাইন প্রচার, জমায়েতে রাশ টানা সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আদালত। দীর্ঘ টালবাহানার পর বিধাননগর,আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি- এই চার পুরনিগমে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন।
আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগরে পুরনিগমে ভোট গ্রহণ৷ তা সফল করতে রাজনৈতিক দলগুলিকে করোনাবিধি মেনে চলার কড়া বার্তা দিয়েছে কমিশন৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে থবর, ৪ পুরনিগমের নির্বাচনে মোট বুথ ২০৭৮টি৷ আসানসোল পুরনিগমে ১০২০, শিলিগুড়িতে ৪২১, চন্দননগরে ১৬৯ ও বিধাননগরে ৪৬৮টি৷ প্রতিটিতেই করোনাবিধি মেনে ভোটগ্রহণ হবে৷
আরও পড়ুন: বহুমুখী লড়াই, উত্তরপ্রদেশের ভোট লোকসভার আগে সিংহাসনের সেমিফাইনাল
শনিবার সমস্ত রাজ্যনৈতিক দলগুলিকে আবারও সতর্ক করেছে কমিশন৷ গত ৩ জানুয়ারি জারি করা করোনাবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে কমিশন৷ অন্যথা, অভিযুক্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বার্তা দিয়েছে৷ বিশেষ করে অনলাইনে ভোট প্রচারে জোর দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ রাখাটাই অন্যতম নির্দেশ৷ বাড়ি বাড়ি প্রচারে নিরাপত্তা কর্মী ছাড়া প্রার্থীর সঙ্গে সর্বাধিক ৪ জনে অনুমতি দেওয়া হয়েছে।