কলকাতা: একটু বৃষ্টিতেই চরম হয়রানির শিকার কৈখালি এলাকার বাসিন্দারা। ভিআইপি (VIP) রোডের উপর সার্ভিস রোডে (Service Road) হাঁটু সমান জল। বৃহস্পতিবার সকাল থেকেই যানজট । বেলা বারোটাতেও সেই জট ছাড়েনি। কাজে বেরিয়ে অনেককেই দুর্ভোগের মুখে পড়তে হয়েছে।
আরও পড়ুন: Birthday: সৌরভকে ৫জি মোবাইল উপহার দিলেন স্ত্রী ডোনা
বুধবার দুপুরে কয়েক ঘণ্টার বৃষ্টিতে কলকাতার বহু এলাকা জলের তলায় চলে যায়। উল্টোডাঙা এলাকায় সবমিলিয়ে মোট ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরেও কৈখালি-হলদিরাম এলাকায় সেই জল পুরোপুরি নামেনি। সার্ভিস রোডে গাড়ি চালাতে গিয়ে চরম ভোগান্তি। আশপাশের আবাসনের বাসিন্দারা সার্ভিস রোডে নেমে গাড়ি ধরতে গিয়ে বিপদে পড়েছেন।
এই ঘটনা নতুন কিছু নয়। স্থানীয়দের বক্তব্য, ‘ভিআইপি রোডের দু’দিকে নয়ানজুলি বুঁজিয়ে রাস্তা তৈরি হয়েছে। একটু বৃষ্টিতেই তাই জল জমে যায়। জল সরতে বহু সময় লেগে যায়। আর সেই কারণেই যানজট।’
বুধবার দুপুর থেকেই হলদিরাম ফ্লাইওভারের নীচে জল জমে যায়। সার্ভিস রোডে যান চলাচল স্তব্ধ পড়ে। বেশি রাতের দিকেও যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। বৃহস্পতিবারও সেই একই ছবি। অফিসে, কাজে বেরিয়ে নাকাল মানুষ। এয়ারপোর্ট থেকে তেঘরিয়াগামী যান চলাচলও ধীর গতিতে।