ওয়েব ডেস্ক: হাইকোর্টের (Highcourt) নির্দেশের পর সক্রিয় কলেজ কর্তৃপক্ষ। বন্ধ করা হচ্ছে কলেজের ইউনিয়ন রুমগুলি (Union Room)। প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন রুমে তালা মেরে দেওয়া হয়েছে। শহর থেকে জেলার বিভিন্ন কলেজগুলিতে দেখা গেল শুক্রবার সকাল থেকে এই ছবি। তবে আবার ব্যাতিক্রমি চিত্র ধরা পড়ল জেলার বিভিন্ন কলেজে। অনান্য দিনগুলির মতই সেখানে খোলা ইউনিয়ন রুম, চলছে কাজ কর্মও। বিজ্ঞপ্তি মেলেনি, দাবি করছে কলেজ কর্তৃপক্ষ।
কসবাকাণ্ডের আবহে কলকাতা হাইকোর্ট (Highcourt) নির্দেশ দিল ছাত্র ভোট না হওয়া কলেজ, বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমগুলো (Union Room) বন্ধ করে দিতে হবে। আদালতের নির্দেশের পরই কলকাতা ও জেলার বিভিন্ন কলেজে তালা ঝোলাতে তৎপর হয়েছে কর্তৃপক্ষ। দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজে (Charuchandra College) ঢুকলেই দেখা যাচ্ছে টিএমসিপির (TMCP) পতাকা, ইউনিয়ন রুমেও (Union Room) দেখা মিলছে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারের (Banner)। আদালতের (Highcourt) নির্দেশের পর ইউনিয়ন রুমে তালা ঝোলায় কর্তৃপক্ষ। কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের (Jogesh Chandra Choudhuri College) ইউনিয়ন রুমেও তালা ঝোলান অধ্যক্ষ। কাকদ্বীপের (kakdwip) সুন্দরবন মহাবিদ্যালয়ে দেখা গেল ইউনিয়ন রুমে তালা। আদালতের নির্দেশের পর কলকাতার কলেজগুলিতে ইউনিয়ন রুম বন্ধ করা হলেও জেলায় জেলায় বহু কলেজে এখনও উল্টো ছবি।
আরও পড়ুন: কসবা কাণ্ডের তদন্তে গভার্নিং বডির রেজিস্টার বুক বাজেয়াপ্ত
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে (Balurghat) এখনও খোলা রয়েছে ইউনিয়ন রুম। কলেজের অধ্যক্ষ বলছেন, এখনও পর্যন্ত রায়ের কোনও কপি হাতে আসেনি। উচ্চ শিক্ষা দফতর থেকেও কোনও নির্দেশিকা আসেনি। নির্দেশ আসলে সেই অনুযায়ী কাজ করব। একই ছবি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে (Durgapur Michael Madhusudhan Memorial College) । সেখানেও খোলা ইউনিয়ন রুম। ভেতরে চলছে আড্ডা। দুর্গাপুর মহিলা কলেজেওখোলা রয়েছে ইউনিয়ন রুম। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর প্রত্যেকটি কলেজেই ইউনিয়ন রুম বন্ধ হবে কবে? সেই প্রশ্ন সকলের মনে।
দেখুন খবর :