পূর্ব বর্ধমান: রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ছাগল,মুরগি, হাঁস মুখে নিয়ে চম্পট দেয় শিয়াল, এমনকি মানুষকে একা পেয়ে তার ওপর হামলা করতে ছাড়েনা। শিয়ালের দাপাদাপির আতঙ্কে সন্ধে নামলেই কার্যত গৃহবন্দী কালনার (Kalna) মন্তেশ্বরের (Manteswar) মাঝের গ্রাম, খাদরা সহ কাইগ্রামের বাসিন্দারা। প্রত্যেকদিন সকাল হতেই কোনও দিন মুরগি উধাও, কোনওদিন আবার ছাগল অথবা হাঁস।
গ্রামবাসীরা প্রথমে ভাবতেন চোরেরা রাতের অন্ধকারে এই গুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। যতই শীত পড়েছে ততই এই রহস্য প্রকাশ্যে আসে। শীতের রাতে বাড়িতে ঢুকে ছাগল,মুরগি ও হাঁস নিয়ে চম্পট দিচ্ছে শিয়াল।
আরও পড়ুন: তিলোত্তমার জল প্রকল্পে ৭০০ কোটির বরাদ্দ!
শিয়ালের আক্রমণে (Fox Attack) গুরুতর আহত হয়েছেন এলাকার এক ব্যক্তি। সকালে মুখ ধোয়ার সময় পেছন দিক থেকে শিয়াল হামলা চালায়, তার ওপরে। ওই ব্যাক্তিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে শিয়াল। আহতের চিৎকার শুনে পালিয়ে যায় শিয়াল। সন্ধে হতেই শিয়ালের আতঙ্কে রাস্তায় বেরোচ্ছেন না কালনার মন্তেশ্বরের গ্রামবাসীরা। কবে এই আতঙ্ক কাটবে বুঝে উঠতে পারছেন না গ্রামবাসীরা।
আরও খবর দেখুন