হুগলি: পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ (Road Blockade) গ্রামবাসীদের (Villagers)। অবরোধ তুলতে গেলে গোঘাট থানার (Goghat ps) পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ (Agitation)। ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে আরামবাগ-বদনগঞ্জ-গড়বেতা রাজ্য সড়কে পথ অবরোধ ও বিক্ষোভ।
গত ১১ নভেম্বর ছিনতাইবাজদের হাতে আক্রান্ত হন ব্যবসায়ী। লক্ষাধিক টাকা লুট হয়। শনিবার ভোরে অর্থাৎ আজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই গরু ব্যবসায়ীর। তার জেরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ গোঘাটের মামুদপুরে। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে স্তব্ধ আরামবাগ-গড়বেতা রাজ্য সড়ক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।
আরও পড়ুন: জন্মদিনে দুবাই না নিয়ে যাওয়ায় স্বামীকে ঘুষি মেরে খুন তরুণীর
জানা গিয়েছে, ছিনতাইবাজদের হাতে মারাত্মক ভাবে জখম হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন গোঘাটের শ্যামবাজারের গরু ব্যবসায়ী সেখ আসগর আলি। এসএসকেএমে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় শনিবার ভোরে। ঘটনায় আহত হন তাঁরই ভাইপো সেখ মফিজুল। ঘটনার পরে পনেরো দিন হয়ে গেলেও দোষীরা গ্রেফতার হয়নি। আসগরকে পিটিয়ে জখম করে সশস্ত্র দুষ্কৃতীরা। দোষীরা গ্রেফতার না হওয়া, পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে পরিবারের লোকজন ও এলাকার বাসিন্দারা এদিন ব্যাপক বিক্ষোভ দেখায়। তাঁরা পথ অবরোধে বসে পড়েন। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকেই ঘেরাও করে আটকে রাখে তারা। দুই ঘন্টারও বেশি সময় ধরে চলছে বিক্ষোভ ও অবরোধ।
আরও খবর দেখুন