বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সারাবিশ্বে এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষ ব্যবহার করছেন। শুধু তথ্য আদান প্রদান নয়, ছবি, ভিডিওসহ নানা গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করা হয় এখানে।শুধু ব্যক্তিগত চ্যাট নয় সঙ্গে রয়েছে অফিসিয়াল কাজও হয় এই হোয়াটসঅ্যাপে। এছাড়াও ছোট বড় সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানও ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ।এবার সেই হোয়াটসঅ্যাপ নিয়ে এলো আরও একটি নতুন আপডেট। মিটিংয়ের জন্য এখন অন্য অ্যাপ ব্যবহার করতে হবে না। হোয়াটসঅ্যাপেই গুগল মিটিং ও জুমের মতো ভিডিয়ো কলে কথা বলতে পারবেন, তাও একসঙ্গে ৩২।
মেটা ব্যবহারকারীদের জন্য ফটো এডিটিং ও স্টিকার সাজেশনের অপশন এনেছে কয়েকদিন আগেই। এখন আরও একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে। তবে তা ছিল শুধু মোবাইল ভার্সন। এখন উইন্ডোজ ভার্সনেও ফিচার দিতে চলেছে হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুন: Sohorer Ushnotomo Dine |‘শহরের উষ্ণতম দিনে’ ছবির প্রিমিয়ারে তারকার হাট,প্রশংসিত বিক্রম-সোলাঙ্কি জুটি
হোয়াটসঅ্যাপ উইন্ডোজ অ্যাপে মোবাইলের মতোই ৩২ জনকে ভিডিও কল করার সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ এবার থেকে ল্যাপটপ বা ডেস্কটপে বড় বড় সব মিটিং হোয়াটসঅ্যাপেই সেরে ফেলতে পারবেন। বর্তমানে এই ফিচারটি কিছু বিটা টেস্টাররাই ব্যবহার করতে পারবেন। তবে খুব শিগগির সবার জন্য চালু হতে চলেছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপ ভিডিও অ্যাপের মাধ্যমে ৩২ জনের কাছে অডিও কল এবং ৮ জনকে ভিডিও কল করা যায়। নতুন আপডেটের পরে, ব্যবহারকারীরা ভিডিও কলে ৩২ জনকে অ্যাড করে নিতে পারবেন।