ধূপগুড়ি: প্রেসার ড্রপ এবং যান্ত্রিক ত্রুটির কারণে ফের দাঁড়িয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার ধূপগুড়ি ব্লকের খলাইগ্রাম স্টেশনের রেল গেটের কাছে দাঁড়িয়ে যায় বন্দে ভারত। সকাল ৬ টা ৫৬ মিনিট নাগাদ বন্দে ভারতের খলাইগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা আরও হয়নি। ঠায় দু’ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকে ট্রেন। এরপর রেল আধিকারিকরা এসে মেরামতির কাজ শুরু করেন। শেষে সমস্যার সমাধান করে ট্রেনটি ৯টা নাগাদ কোঁচবিহার অভিমুখে যাত্রা ফের শুরু করে।
এদিন স্টেশনের কাছে বন্দে ভারত দাঁড়িয়ে যেতে দেখে স্থানীয়রা সেমি বুলেট ট্রেন দেখতে ভিড় শুরু করতেই ছুটে আসেন। রেল পুলিশ এবং জিআরপি সহ রেল কর্মীরাও ঘটনাস্থলে আসেন। এলাকাবাসীদের ট্রেনের নিরাপত্তা সুনিশ্চিত রাখতে ট্রেনের থেকে দূরেই আটকে দেওয়া হয়। ধূপগুড়ি স্টেশন পেরিয়ে ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং সে কারণে ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয় বলে জানান খলাইগ্রাম স্টেশনের স্টেশন মাস্টার বাবলু শর্মা।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগেই সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত পাক অনুপ্রবেশকারী
রেল সূত্রে খবর, রবিবার সকালে বন্দে ভারতের অধিকাংশ যাত্রী ঘুমোচ্ছিলেন। সেই সময় আচমকাই বিকট শব্দ শুনতে পান ট্রেনের চালকেরা। তড়িঘড়ি ধূপগুড়ির কলাইগ্রাম স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। সেখানে গোলযোগের কারণ অনুসন্ধানে গিয়ে দুটি বগির মধ্যে থাকা ভ্যাকুয়ামে ত্রুটি খুঁজে পান রেলের আধিকারিকেরা। দ্রুত সমস্যা সমাধান করে ৯টা নাগাহ ফের কোচবিহারের উদ্দেশে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস।