কোচবিহার: এদিন বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা যায় কোচবিহারে (Coochbehar)। কোচবিহারের দিনহাটায় আক্রান্ত হন তৃণমূলের ব্লক সভাপতি। তাঁকে দেখতে হাসপাতালে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তিনি এরপর থানায় যান অভিযোগ জানাতে। উদয়ন বলেন, পরিকল্পনা করে আমার গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা। এদিকে কোচবিহারের চান্দামারিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ। মাথা ফাটল তৃণমূল কর্মীর। ইটের আঘাতে মাথা ফাটে। এর আগে এদিন সকালেই চান্দামারিতে এক বিজেপি কর্মীর মাথা ফাটে।কোচবিহারের রাজাখরায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ।
কোচবিহার দক্ষিণে ফলিমারি এলাকায় বুথের মধ্যে তৃণমূল সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে। কোচবিহারের নাটাবাড়ির দেওচরাইয়ে বিজেপির বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। চান্দামারিতে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। তুফানগঞ্জে নির্বাচনী কার্যালয়ে আগুন। শীতলকুচিতে বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ। কোথাও এজেন্টকে বাধা, কোথাও মারধর ভাঙচুরের অভিযোগ।
আরও পড়ুন: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে ভোট গ্রহণ শুরু হল
আরও খবর দেখুন