নিশ্চিন্দা: মহিলার আত্মঘাতীর ঘটনায় পুলিশের গাড়িতে হামলা স্থানীয়দের। এমনকী পুলিশকে ঘিরে চলে বিক্ষোভও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার নিশ্চিন্দার নিস্ককুলি লাইনে ঋণ সংক্রান্ত সমস্যায় আত্মঘাতী হন এক গৃহবধূ। মৃত ওই মহিলার নাম স্বপ্না রায়। পুলিশ এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালোটি ঝাঁ নামে এক মহিলা টাকা নিয়ে শোধ না করায় ব্যাঙ্কের চাপ সৃষ্টি হচ্ছিল স্বপ্নার উপর। সেই কারণেই আত্মঘাতী হন স্বপ্না বলে দাবি পরিবারের। এই ঘটনায় মালতিকে গ্রেফাতারের দাবি তোলে এলাকার মানুষ। অভিযোগ, পুলিশকে বললেও কোনও ব্যবস্থা নেয়নি। এরপরই পুলিশ এলে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি এতোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ফলে বিশাল পুলিশ বাহিনী, ব়্যাফ সহ কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা পুলিশ।
আরও পড়ুন: Panchayat Election 2023 | হাওড়ার সাঁকরাইলে ১৫টি বুথে ফের নির্বাচন হবে