ওয়েব ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) পর প্রথমবার রাজ্য সফরে প্রধানমন্ত্রী। তবে নরেন্দ্র মোদির (Narendra Modi) সফরকে ঘিরে উঠছে কটাক্ষের ঝড়। সেনাবাহিনীর সাফল্যকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার বানানোর অভিযোগ উঠছে মোদি সরকারের বিরুদ্ধে। আর এই অভিযোগকে নিশানা করে এবার বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ দিনহাটার এক সরকারি অনুষ্ঠানে নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন। সভামঞ্চ থেকে তিনি বলেন, “আগে কেউ চায়ের ব্যবসা করতেন, এখন সিঁদুরের ব্যবসা করছেন। কেউ আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাঁদের রক্তে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করতে একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে চলে আসছেন।”
আরও পড়ুন: কেন্দ্রের প্রশংসা করে কংগ্রেসের অন্দরেই অস্বস্তিতে শশী থারুর
উদয়নের অভিযোগ, প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইছেন। এই বিষয়টি তুলে ধরে উদয়ন গুহ বলেন, “এই ভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না।”
তিনি আরও বলেন, “উন্নয়নের প্রাথমিক ব্যাপারটা হচ্ছে, একটা সুস্থ, সুন্দর সমাজ গড়ে তোলা। সেই সুন্দর, সুস্থ সমাজ গড়ে তোলবার জন্য যে জিনিসগুলো প্রাথমিকভাবে প্রয়োজন, তার একটি হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনকে রুখে দেওয়া এবং ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখা।”
দেখুন আরও খবর: