কোলাঘাট: সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। এবার বোর্ড গঠনের পালা। নির্বাচন কমিশনের ঘোষনা মতো, আগামী ৯,১০ ও ১১ অগাষ্ট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় বেশকিছু গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে রয়েছে। যার মধ্যে রয়েছে কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৫ টি। যার মধ্যে তৃণমূল ও বিজেপি ১০টি করে, কংগ্রেস ও আইএসএফ ২টি এবং নির্দল ১টি করে আসন পেয়েছে। সোমবার সন্ধ্যায় কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের দুই জয়ী প্রার্থী হাসনা বানু খাতুন ও সাবিনা বিবি বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেনকুমার মহাপাত্রের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন। এর ফলে পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পথে শাসকদল।
দলে যোগদান করানোর পর সৌমেনকুমার মহাপাত্র জানান, দুই কংগ্রেস জয়ী প্রার্থী আমাদের দলে যোগদান করায় ভোগপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করতে আমাদের অনেকটাই সুবিধে হবে। আগামী দিনে আমরাই এই গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখব। সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতেই তৃণমূলে যোগদান করেন।