জঙ্গিপুর: গনকর স্টেশনে ট্রেনের মধ্যে থাকা বস্তা থেকে উদ্ধার দুটি শিশু। বুধবার সন্ধ্যায় ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পরিবার সুত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাড়ি থেকে বেড়িয়েছিলো ওই দুই শিশু। দুপুরে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। অবশেষে খবর আসে গনকর স্টেশনে ট্রেনের মধ্যে বস্তায় মুখ বাধা অবস্থায় পাওয়া গিয়েছে দুটি শিশু। একজনের বয়স ৭ অপর জনের বয়স 8 বছর। তাদের বাড়ি জঙ্গিপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বালি ঘাটায়। স্থানীয় মানুষ ট্রেনের কামরায় দেখতে পেয়ে ওই বাচ্চা দুটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় পঞ্চায়েত সদস্য মিন্টু শেখের তৎপরতায় ওই বাচ্চা দুটি উদ্ধার হয়। তবে পাচারকারীদের খোঁজ পাওয়া যায়নি। তবে কে বা কারা এই ঘটনা ঘটাল, তা তদন্ত শুরু করেছে পুলিশ।