বাসন্তী: পুকুর (Pond) থেকে উদ্ধার দুটি ব্যালট বাক্স (Ballot Box)। শনিবার ভোট শেষের পর ব্যালট বাক্স নিয়ে স্ট্রং রুমে যাচ্ছিলেন ভোটকর্মীরা। আচমকা তা ছিনিয়ে নিয়ে সোজা পুকুরে ছুড়ে ফেলেন কয়েক জন। রবিবার অবশেষে পুকুরে নেমে উদ্ধার করা হয় সেই ব্যালট বাক্স (Ballot Box)। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানিপুর স্কুলের ২৪১ নম্বর বুথের ঘটনা।
শনিবার সন্ধ্যায় বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের ২৪১নং বুথে তৃনমূল (TMC) এবং আর এস পি (RSP) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার জেরে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। তৃণমূলের (TMC) অভিযোগ, শনিবার ভোট শেষের পর ভোটকর্মীরা যখন ব্যালট বাক্স নিয়ে ফিরছিলেন তখন তাদের ওপর হামলা চালায় আরএসপি এবং আইএসএফ কর্মীরা। ব্যালট বাক্স ছিনতাই করে পুকুরে ফেলে দেয় তারা। তাদের আরও অভিযোগ, পরাজয় অবশ্যম্ভাবী বুঝতে পেরেই বিরোধীরা একত্রে এই কাজ করেছে। পাশাপাশি পুনর্নির্বাচনের দাবি করেছেন তাঁরা।
পাল্টা আরএসপি-র, শনিবার সকাল থেকে ওই বুথে সন্ত্রাস চালাচ্ছিল তৃণমূল। সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি। একাধিকবার ফোন করে পুলিশের কাছে সমস্যার কথা বললেও সাড়া মেলেনি। এরপর ভোট শেষ হলে স্থানীয়রাই ফের ভোটগ্রহণের দাবি জানিয়ে ব্যালট বাক্স পুকুরে ফেলে দেন।
আরও পড়ুন:Panchayat Election 2023 | Murshidabad | সামশেরগঞ্জে ব্যাপক বোমাবাজি, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
শনিবার দুপুর পর্যন্ত কমিশন জানিয়েছিল হানাহানির ঘটনায় তাদের কাছে ৮ জনের মৃত্যুর খবর এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার ৫টা পর্যন্ত রাজ্যে ভোটের হার ৬৬.২৮ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ছিল ২২ শতাংশের আশেপাশে। এদিকে ভোট নিয়ে কমিশনের কাছে ভূরিভূরি অভিযোগ জমা পড়েছে বলে খবর। কয়েক হাজার অভিযোগ এসেছে। সমস্ত অভিযোগই খতিয়ে দেখছে কমিশন। অভিযোগ নিষ্পত্তি করার হার প্রায় ৮০ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোটের কারণে যে সমস্ত ভোটকর্মীদের ক্ষতি হয়েছে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে।