মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সফিক শেখ ও কাবেল শেখ। ধৃতেরা রতনপুর গ্রামের বাসিন্দা। শনিবার নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে কান্দি হাসপাতালে যাবেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এই ঘটনায় শুক্রবার রাতেই রিপোর্ট তলব করেছিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার বিকেল ৫টার মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসককে।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই মৃত্যুর সংবাদ ইঙ্গিত দিল রাজ্যে আগামী কয়েকদিন কী হতে চলেছে। গতকাল কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জানা গিয়েছে, ফুলচাঁদ কেরলে কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন। গতকাল সন্ধ্যায় বাড়ির সামনে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে কতা বলছিলেন। সেই সময় কয়েকজন বাইক আরোহী এসে ফুলচাঁদকে লক্ষ্য করে গুলি চালায়। অভিযোগ, কয়েকজন বাধা দিতে গেলে তাঁদেরকেও বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। এই ঘটনায় আহতও হয়েছেন তিন জন। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কংগ্রেস সমর্থকের। এই ঘটনায় খড়গ্রামের পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ।
আরও পড়ুন: Durgapur | বিলাসবহুল হোটেলে মধুচক্রের আসর, পুলিশি হানায় গ্রেফতার পাঁচ যুবতী সহ ৯
পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা নিয়ে শুক্রবার দিনভর মুর্শিদাবাদের পরিস্থিতি ছিল গরম। মনোনয়ন জমা ঘিরে বাম ও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হয় একাধিক এলাকায়। বাম-কংগ্রেসের যৌথ হামলার অভিযোগ উঠেছে রানিনগর এবং ইসলামপুরে। এখানে আক্রান্ত শাসকদল তৃণমূল কংগ্রেস। পুলিশের সামনেই তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।