ধূপগুড়ি: বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। আর গ্ৰামাঞ্চলে জোরদার প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। শুক্রবার সকাল থেকেই রাজ্য জুড়ে মনোনয়ন জমা দিতে শুরু করেছে শাসক থেকে বিরোধী শিবির। একইসঙ্গে চলছে দেওয়াল লিখনও। এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কোনও দলই। পাশাপাশি যোগদান ও পাল্টা যোগদান কর্মসূচি চলছে সব এলাকাতেই। সেই ছবি ধরা পড়েছে ধূপগুড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ১ গ্ৰাম পঞ্চায়েতের ১৫/৬৫ নম্বর বুথের ৯টি পরিবার এবং বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের ১৫/১৫২ বুথের ১২টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় তৃণমূল নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা কর্মীরা।
যোগদান কারীরা বলেন, মা-মাটি-মানুষের সরকার ও মুখ্যমন্ত্রীর কাজ ভালো লাগে, তাই তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের যোগদানে অনেকটাই শক্তিবৃদ্ধি হল তৃণমূলের। যদিও এই যোগদান নিয়ে বিজেপি নেতৃত্বের দাবি, বিজেপির কেউ তৃণমূলে যোগদান করেনি। তৃণমূল নিজেদের লোকদেরই ঝাণ্ডা দিয়ে যোগদান করাচ্ছে। প্রকৃত বিজেপি কর্মীরা দলেই রয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ তৃণমূলকে সেটা বুঝিয়ে দেবে বলেও কটাক্ষ করে বিজেপি।
আরও পড়ুন: Panchayat Vote 2023 | মনোনয়নের প্রথম দিনেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ সালারে